নাগরিক কমিটির যুগ্ম-আহবায়কের দায়িত্বে তাসনিম জারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ PM
জাতীয় নাগরিক কমিটি (Jatiya Nagorik Committee)-র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে বিশ্বখ্যাত স্বাস্থ্য বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারাকে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। ডা. তাসনিম জারা বলেন, আমি জাতীয় নাগরিক কমিটি - Jatiya Nagorik Committee-র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।
তিনি ঐ পোস্টে আরও বলেন, এই প্রথম আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হলাম। সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল, ও সৎ মানুষকে পেয়েছি, যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়।
তিনি উল্লেখ করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা, এবং পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। তবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
তাসনিম জারা বলেন, আমি জানি না আমরা কতটা সফল হতে পারব। তবে এই পরিবর্তন আনার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
নিজের ভূমিকাকে আরও কার্যকর করতে তিনি সবার পরামর্শ ও সমর্থনের অনুরোধ জানিয়ে বলেন, আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন এবং ভালো কিছু করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।