বিএনপিতে যারা অনুপ্রবেশ করতে চায়, তাদের জন্য সাবধানী বাণী উচ্চারণ করলেন আমিনুল হক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ AM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ AM

সুযোগ বোঝে যারা এখন বিএনপিতে ঢুকতে চান, তাদের জন্য সাবাধানী বাণী উচ্চারণ করলেন বিএনপিরি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, অনুপ্রবেশকারীদের দলের ভিতরে ঢুকানোর জিরো পারসেন্ট সুযোগ নাই। অতএব, সাবধান।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরখান থানাধীন শাহ কবির মাজার প্রাঙ্গনে থানা বিএনপি আয়োজিত এক কর্মীসভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলীয় নেতাকর্মীদের দৃঢ়ভাবে সতর্ক করে তিনি বলেন, ‘যাদের হাত ধরে অনুপ্রবেশকারীরা সহযোগিতা পাবে, যদি তাদের নামে তথ্য উপাত্তসহ প্রমাণ আসে, তাহলে তারা বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন।’
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘আপনাকে দল থেকে অব্যহতি দেয়া হলে, আপনি যে গত ১৭ বছর ধরে কষ্ট করেছেন, তা এক নিমিষেই শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। বাংলাদেশে গত দেড় দশক ধরে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেটা এক মুহূর্তের জন্য আপনারা ভূলবেন না।’
আমিনুল হক নেতাকর্মীদের বলেন, ‘গত ২৮ অক্টোবরের পূর্বে ও পরে এবং গত ৫ আগস্ট পর্যন্ত কারা রাজপথে ছিলেন আর কারা ছিলেন না, আমরা কিন্তু সবাইকে চিনি। আর রাজপথে থেকে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাদের দল থেকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। আর যারা নামমাত্র ছিলেন, তাদের দলে কোনো স্থান নেই।’
তিনি বলেন, ‘ত্যাগীদের দৃঢ়ভাবে বলতে চাই- আপনাদের হারিয়ে যাবার কোনো সুযোগ নাই। কারণ আপনারা দলের পক্ষে, দেশের পক্ষে, এদেশের সাধারণ মানুষের পক্ষে সাহসীকতার সঙ্গে রাজপথে আন্দোলন করছেন, আপনাদের সরানোর মতো ক্ষমতা কারো নাই।’
আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে গত জুলাই-আগস্টের ছাত্র জনতার গণআন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।'