রাজধানীতে অটোরিকশা চালকদের কর্মসূচি স্থগিত

২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ব্যাটারিচালিত রিকশাচালক ও ডিএমপির সঙ্গে আলাপ

ব্যাটারিচালিত রিকশাচালক ও ডিএমপির সঙ্গে আলাপ © সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছেন অটোরিকশা চালকরা। কর্মসূচি স্থগিতের ফলে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

অটোরিকশা চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করবেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। এই বৈঠকের মাধ্যমে তাদের ১২ দফা দাবির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে রোববার সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় এবং কামরাঙ্গীরচরে শত শত অটোরিকশা চালক অবস্থান নেন, যার ফলে ঐসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী এবং কর্মস্থলে যাওয়ার জন্য যাত্রীরা ভোগান্তির শিকার হন।  

গত ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করার নির্দেশ দেন। এ আদেশে তিন দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়েছে।  

এই নির্দেশের প্রতিবাদে রিকশা চালকরা কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছেন। শুক্রবার জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়।  

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন, আপিলের প্রস্তুতি চলছে এবং উচ্চ আদালতের আদেশের পুনর্বিবেচনার চেষ্টা করা হবে।  

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে আসছেন রিকশা চালকেরা। গত কয়েকদিনের বিক্ষোভের মধ্য দিয়ে তারা তাদের দাবির প্রতি সরকার ও জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন।  

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা চলাচল সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আজকের (রোববার) মধ্যেই নির্দেশনা আসতে পারে বলে তিনি আশাবাদী।  

পরিস্থিতি শান্ত রাখতে এবং অটোরিকশা চালকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের প্রচেষ্টা চলছে।

ট্যাগ: ঢাকা
ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্…
  • ১৩ জানুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান তৃতীয়
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা: কৃষিবিদ তুহ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
ফর্সা হলে ১০-১৫ মিনিট, শ্যাম বর্ণদের ৩০ মিনিট রোদে থাকার পর…
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা আজ, অনুষ্ঠিত হবে দুই শহরে
  • ১৩ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার সময়সূচি, আসনসহ খুঁটিনাটি জেনে নিন
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9