সব ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ বিএনপির

বিএনপি
বিএনপি

সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। শনিবার (৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যাবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশনা দিয়েছেন।

আগামী তিন দিনের মধ্যে এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্থানে লাগানো সব ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৪৮ ঘণ্টার (১১ নভেম্বর সোমবার সন্ধ্যা) মধ্যে অপসারণ করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সর্বশেষ সংবাদ