‘নিত্যপূরাণ’ নাটকের সমর্থনে প্রতিবাদ, শিল্পকলায় ডিম হামলা

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশে ডিম ছুড়ে মারার পর সেখানে হইচই শুরু হয়।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশে ডিম ছুড়ে মারার পর সেখানে হইচই শুরু হয়।  © সংগৃহীত

‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ হওয়ার প্রতিবাদে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে এক প্রতিবাদ সমাবেশ হয়। ওই সমাবেশে নাট্যকর্মীদের উপর ডিম ছোড়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশটিতে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ বক্তব্য প্রদানকালে পেছন থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভবনের দিক থেকে ডিম ছোড়া হয়। তাৎক্ষণিকভাবে এসব হামলাকারীদের চিহ্নিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে মামুনুর রশীদের বক্তব্য চলাকালে ‘ধর ধর’ চিৎকার ওঠে এবং সমাবেশের পেছন থেকে অতর্কিতে ডিম ছোড়া হয়। এই ঘটনায় উপস্থিত নাট্যকর্মীরা কয়েক মিনিটের জন্য হতভম্ব হয়ে পড়েন, তবে কিছুক্ষণ পরে মামুনুর রশীদ তাঁর বক্তব্য শেষ করেন এবং সমাবেশ চালিয়ে যান।

এর আগে, গত ২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী চলাকালে কিছু ব্যক্তি নাটক বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। দর্শকদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ নাটকটি মাঝপথে বন্ধ করে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এই সমাবেশের আয়োজন করে। ঘটনার পর ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তপন হাফিজ জানান, ‘সমাবেশ শেষের দিকে কিছু দুষ্কৃতিকারী অতর্কিতে ডিম ছোড়ে’।

এ ঘটনার প্রতিবাদে আগামী ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ফেডারেশন। তাদের দাবি, প্রদর্শনী শেষ না হওয়া পর্যন্ত তারা সমাবেশস্থলে অবস্থান করবে। সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।


সর্বশেষ সংবাদ