রমেকে চিকিৎসকদের কর্মবিরতি, ঘোষণা করবেন কমপ্লিট শাটডাউন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:১৯ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০১:১৯ PM
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর-আউটডোরে চিকিৎসাসেবা বন্ধ রেখে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। সদ্য নিয়োগ পাওয়া নতুন অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে হাসপাতালে শত শত রোগীর দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।
এদিন সকালে হাসপাতালের আউটডোরে গিয়ে দেখা যায়, টিকেট কাউন্টারের সামনে শত শত রোগীর ভিড়। চেম্বারে কোনো চিকিৎসক না আসায় দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন তারা। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা।
নগরীর তাজহাট এলাকা থেকে শিশুকে নিয়ে আসেন তার মা উর্মি বেগম। বহির্বিভাগে দীর্ঘ সময় বসে অপেক্ষা করতে দেখা যায় তাকে।
তিনি বলেন, ‘অসুস্থ থাকায় শিশুকে নিয়ে সকালে এসেছি কিন্তু এখনো ডাক্তার দেখাতে পারিনি। কখন দেখাতে পারবো তাও জানি না।’
উর্মির মতো বেশকিছু রোগী ও স্বজনরা সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছে।
আউটডোরে টিকিট কাউন্টারে কর্মরত ওয়ার্ডবয় রাসেল বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টা পর্যন্ত টিকিট দিতে নিষেধ করা হয়েছে। চিকিৎসকরা এখনো আসেননি। ১০টার পর আমরা টিকিট দেওয়া শুরু করব।’ কিন্তু ভোগান্তির বিষয়ে কথা বলতে নারাজ তিনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মণ্ডল বলেন, ‘বিগত সরকারের সময়ে ডা. মাহফুজ আওয়ামী লীগের দোসর হিসেবে নানা কার্যক্রম করেছে। তাকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ায় বিক্ষুব্ধ হয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। আমরা রংপুর মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা এ নিয়োগ বাতিলের জন্য এক সপ্তাহ ধরে আন্দোলন করছি। তারই অংশ হিসেবে আজ পূর্ব ঘোষণা অনুযায়ী দাবি আদায়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দ্রুত ডা. মাহফুজকে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করা না হলে পরবর্তীতে হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। তার আগ পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়। এর পরদিন থেকে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাস জুড়ে আন্দোলন শুরু হয়। আজকে দুই ঘণ্টার কর্মবিরতি শেষে তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।