৪ জানুয়ারি কর্মসূচি প্রসঙ্গে যা বলল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ PM
আগামী ৪ জানুয়ারি সভা-সমাবেশের কর্মসূচি নেই বলে জানিয়েছে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। প্রশাসন ক্যাডারের সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে সংগঠনটি।
শনিবার (২৮ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ ও ফেসবুক পোস্টে আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সমাবেশ আয়োজনের খবর প্রচার ও শেয়ার করা হচ্ছে। প্রকৃতপক্ষে বিএএসএ ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বা সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রশাসন ক্যাডার সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। সংগঠনের সদস্যরা আইন কানুন ও সরকারি বিধি-বিধান মেনে নিজেদের ন্যায্য এবং যৌক্তিক দাবি তুলে ধরার বিষয়ে সচেতন রয়েছেন।