রাজবাড়ী‌তে দুই ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রদলের বিক্ষোভ  © সংগৃহীত

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন বন্ধের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে বিক্ষোভ ক‌রে‌ছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এক ঘণ্টা সুন্দরবন এক্স‌প্রেস ও মু‌ধুম‌তি এক্স‌প্রেস ট্রেন দু‌টি আট‌কে রাখা হয়।

আজ রবিবার বেলা ১১টার দি‌কে রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের ব‌্যানা‌রে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশ‌নে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ করা হয়। প‌রে রে‌ল কর্মকর্তা‌দের আশ্বা‌সে ট্রেন দু‌টি ছে‌ড়ে দেয় বিক্ষোভকারীরা।

এ সময় বক্তারা জানান, ‌বি‌ভিন্ন মাধ‌্যমে তারা জান‌তে পা‌রেন কু‌ষ্টিয়া, রাজবাড়ী, ফ‌রিদপুর অঞ্চল থে‌কে আগামী ১৫ নভেম্বর থে‌কে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দু‌টি বন্ধ ক‌রে দেওয়া হ‌বে। যার ফ‌লে রাজবাড়ীসহ কয়েকটি জেলার মানুষ রেলসেবা থে‌কে ব‌ঞ্চি‌ত হ‌বে। যে কার‌ণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই রু‌টেই চলাচ‌লের দাবি তা‌দের। দা‌বি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

একই দা‌বি‌তে গতকাল শনিবার র‌া‌ত পৌ‌নে ৮টায় গোপালগ‌ঞ্জে‌র ভা‌টিয়াপাড়া থে‌কে ছে‌ড়ে আসা ফ‌রিদপু‌রের ভাঙ্গাগা‌মী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি আট‌কে বি‌ক্ষোভ ক‌রে সাধারণ জনতা। এক ঘণ্টা রাজবাড়ী এক্স‌প্রেস ট্রেন‌টি আট‌কে রাখার পর রে‌লের কর্মকর্তা‌দের আশ্বা‌সে ট্রেনটি ছে‌ড়ে দেয়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ‘মধুমতি এক্সপ্রেস’ বেলা ১১টা ১০ মিনিটে এবং ‘সুন্দরবন এক্সপ্রেস’ সাড়ে ১১ টায় আমাদের স্টেশনে পৌঁছায়। অবরোধের কারণে ‘মধুমতি এক্সপ্রেস’ ৩৫ মিনিট এবং ‘সুন্দরবন এক্সপ্রেস’ ২০ মিনিট আটকে থাকে। রাজবাড়ী ছাত্রদলের নেতাকর্মীরা এসে ট্রেন অবরোধ করেন। ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে দুই ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি ছিল তাদের।


সর্বশেষ সংবাদ