শুষ্ক আবহাওয়ায় যেমন থাকছে দেশের তাপমাত্রা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:২১ AM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১২:২১ AM
মৌসুমি বায়ুর বিদায় এবং ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে যাওয়ায় দেশব্যাপী মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে দেয়া ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় এমন তথ্যই জানানো হয়েছে।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।