জুলাই শহীদ ফাউন্ডেশনের কত টাকা ব্যয় হয়েছে জানালেন সারজিস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০২:২৯ PM
ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠা করা হয় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ব্যয় হওয়া টাকার হিসাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে করা একটি পোস্ট থেকে এ তথ্য জান যায়। তার সেই পোস্টটি তুলে ধরা হলো-
‘গতকাল পর্যন্ত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, CMH, BSMMU, NITOR, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, CRP-Savar সহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১লক্ষ ৩৮হাজার ৬৮৫টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷
এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে ৷
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিলো, বিতর্কের মুখে ফেলেছিলো সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাইনা ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি ৷
পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিব ইনশাআল্লাহ৷’