শেরে বাংলা ফজলুল হক উপমহাদেশের রাজনীতিতে প্রাণপুরুষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:০৮ PM
আজ শনিবার বিকাল ৪টা ৩০মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক) নামক সংগঠনের পক্ষ থেকে শেরে বাংলা এ. কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সংগঠনটির আহ্বায়ক সাঈদ আহমেদ সরকার বলেন, ‘আবুল কাশেম ফজলুল হক ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে প্রাণপুরুষ। অবিভক্ত বাংলার ১ম প্রধানমন্ত্রী,পূর্ব বাংলার মূখ্যমন্ত্রীর দায়িত্ব পালনসহ অসংখ্য পদ অলংকৃত করেছেন। নিখিল ভারত মুসলিমলীগ গঠন, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন ও পাকিস্তান সৃষ্টিতে তাঁর অসামান্য অবদান আছে।’
শেরে বাংলা এ. কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান। ছবি: টিডিসি
সাঈদ আহমেদ আরও বলেন, ‘পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তর করার ভিত্তি তারাই গড়ে দিয়েছিলেন। তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ, একপেশে। আজ আমরা তাঁর ১৫১তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই। আসুন আমরা শেরে বাংলা সম্পর্কে জানি, তাকে ধারণ করি ও প্রকৃত ইতিহাস চর্চা করি, যা এতদিন আমাদেরকে জানতে দেয়া হয়নি।’
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম সংগঠক শাহ নেওয়াজ ও অন্যান্য নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম জনাব এমদাদ উদ্দিন।