লাইনের পাত ভেঙে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি

কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইন থেকে পড়ে যায়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৩টি বগি লাইনচ্যুত হয়। লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

এর আগে বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অদূরে গোপীবাগ এলাকায় নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে আজ দুটি ট্রেনের লাইনচ্যুতের ঘটনা ঘটল।

জানা যায়, সকালে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ট্রেনটির দুটি কোচের বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে একটি কোচ লাইনে তোলা সম্ভব হয়। আরেকটি কোচ তোলা সম্ভব হয়নি, সেটি পাশেই রাখা হয়। পরে লাইন ক্লিয়ার করা হয়। এ ঘটনার কারণে সকালের খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিলম্ব হয়।