অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ছবি
ছবি  © টিডিসি

দেশে জঙ্গিবাদের প্রাদুর্ভাব ঘটেছে ও জনজীবনে সংকটে পড়েছে; এমন অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল। শনিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এ দাবি জানান দলটির নেতাকর্মীরা। 

দেশে ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদী সাম্প্রদায়িক সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব জনগণের জান-মালের নিরাপত্তাহীনতা অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনে ব্যাপক সংকটের দায়ে মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লব অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছেন দলটির নেতারা। এসময় দলটির কয়েকশো নেতাকর্মী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ সমাবেশে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ‘একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মবিরোধী ও মানবতা বিধ্বংসী অপরাধ। দয়াময় আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে সমান অধিকার দান করেছেন। এক গোষ্ঠীর রাষ্ট্র আল্লাহ ও তাঁর রাসুলের দেয়া সব মানুষের অধিকার উৎখাত করে রাষ্ট্রকে সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র করে তুলে। একক ধর্ম ও একক জাতিবাদী রাজনীতির নামে ধর্ম ধ্বংসাত্মক ও মানবতা ধ্বংসাত্মক দস্যূনীতি।’

আরও পড়ুন: দায়িত্বের পাশাপাশি ক্লাস নিতে পারবেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার

তিনি বলেন, ‘যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী জীবনের স্বাধীনতা ও স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য সীমাহীন ত্যাগের বিনিময়ে সকল সংগ্রাম বিপ্লব ও আন্দোলনের ব্যর্থতার কারণ একক ধর্ম ও একক জাতিবাদী একক গোষ্ঠীবাদী অপরাজনীতি। উপমহাদেশে একক ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতির বিভক্তি কুফল একাধিক রাষ্ট্রের জন্ম দিলেও জীবনের স্বাধীনতা ও মানবতার মুক্তি আসে নাই, যার ফলে সব রাষ্ট্রে মানুষ বারবার মুক্তির আন্দোলন করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ দেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে বিধায় আমরা ধর্মের প্রকৃত ধারার অনুসারী ও গণতন্ত্র এবং জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতায় বিশ্বাসী জনগণ দ্বীন-জীবন-রাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে ভয়ংকর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি।’

আরও পড়ুন: ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: হল প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

তিনি আরো বলেন, ‘ধর্ম রাষ্ট্রক্ষমতার বলে চাপিয়ে দেয়ার বিষয় নয়। ধর্ম চাপমুক্ত পরিবেশে জ্ঞানগত হৃদয়ের স্বাধীন জ্ঞানগত উপলব্ধির বিষয়। তিনি বলেন, যারা একক ধর্মরাষ্ট্রের রাজনীতি করে তারা ধর্মের শত্রু।’

এছাড়াও অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ হয়েছে এবং শিল্প কারখানা বিনিয়োগ ব্যবসা-বাণিজ্য জনগণের আয় উপার্জনের পথ রুদ্ধ হয়ে দেশের অর্থনীতির ধ্বংসের উপক্রম হয়েছে বলে অভিযোগ তুলেছেন বক্তারা।


সর্বশেষ সংবাদ