টাঙ্গাইলে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ১০:৩০ AM
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক।
শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহত ট্রাকচালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। অন্য হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
আর পড়ুন: টাঙ্গাইলে স্কুল শিক্ষকের বাড়িতে হামলা-ভাঙচুর
এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আটকে পড়াদের উদ্ধার করা হয়।
এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে।