বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ লাখ কৃষক, ৩ হাজার ৩৪৬ কোটি টাকার ক্ষতি

বন্যায় দেশের ২৩ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে
বন্যায় দেশের ২৩ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে  © বিবিসি বাংলা

দেশে সাম্প্রতিক বন্যায় ২৩ জেলায় ১৪ লাখ ১৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে তাদের ক্ষতি হয়েছে ৩ হাজার ৩৪৬ কোটি টাকার ফসল। কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বন্যায় ৯ লাখ ৮৬ হাজার ২১৪ মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, আউশ ও আমন ধান, শাকসবজি, আদা, হলুদ, ফল, মরিচ, তরমুজ, পেপে, পান, টমেটোসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আমনের আবাদ ও বীজতলা থেকে ৬ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ধান পাওয়া যেত। ১ লাখ সাড়ে ৬ হাজার মেট্রিক টন আউশ ধানও উৎপাদন হবে না। এতে ২ হাজার ৫১৯ কোটি টাকার ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

২৩ জেলায় বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়েছিল ১৪ লাখ ৩০ হাজার হেক্টরের বেশি। এ ফসলের ১৪ দশমিক ৫৮ শতাংশ নষ্ট হয়েছে। ক্ষতির তালিকায় ধানের পরই রয়েছে শাকসবজি। শাকসবজি উৎপাদন ১ লাখ ৭৬ হাজার মেট্রিক টন নষ্ট হয়েছে, যার দাম হতো ৭০০ কোটি টাকা। এখন ফসল নষ্ট হওয়া জমিগুলো চাষের আওতায় আনতে কাজ করছে মন্ত্রণালয়। এ জন্য ১৯৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: আন্দোলনে আহত ২১৯ জন এখনও সিএমএইচে চিকিৎসাধীন

কৃষিসচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান গণমাধ্যমকে বলেছেন, আমনের বীজতলা বেশি গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে। এতে যেসব জমির চাষ নষ্ট হয়েছে, সেখানে পুনরায় আমন রোপন করা যাবে। শাক-সবজিসহ অন্যান্য জমিতেও আবাদে কৃষকদের সহযোগিতা দেওয়ার কাজ চলছে।


সর্বশেষ সংবাদ