২৩ আগস্ট ২০২৪, ১৬:৫৯

খাগড়াছড়িতে বন্যা কবলিতদের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়িতে বন্যা কবলিতদের পাশে সেনাবাহিনী  © টিডিসি ফটো

বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপৎসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশেপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। বিপন্ন মানুষের সাহায্যার্থে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শুক্রবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়—দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় দুই হাজার খাগড়াছড়ি বাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সক্ষম হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: তীব্র স্রোতে সেতুতে ধস, যোগাযোগ বন্ধ আখাউড়া-কসবা সড়কে

আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত অসহায় মানুষদের রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।  

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা দান অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী—জানানো হয়েছে একই বিজ্ঞপ্তিতে।