২১ আগস্ট ২০২৪, ১৯:০৭

সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে তল্লাশি স্বার্থান্বেষীদের, সতর্ক করল আইএসপিআর

ন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর  © ফাইল ছবি

সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বেসামরিক পোশাক পরে সরকারি ও করপোরেট অফিস, বাসস্থান, বিপণিবিতান ও দোকানে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা মোবাইল ফোনে কল করেও চাঁদাবাজির চেষ্টা করছে। 

এ বিষয়ে প্রতারিত না হয়ে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী বেসামরিক পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া কোনো অভিযান পরিচালনা করে না।

আরো পড়ুন: ক্যামব্রিজ থেকে পিএইচডি, শিক্ষকতা-গবেষণায় বর্ণাঢ্য কর্মজীবন ওয়াহিদউদ্দিন মাহমুদের

এ অবস্থায় প্রতারিত না হয়ে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করেছে আইএসপিআর। পাশাপাশি দেশেরআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।