উদযাপন করতে গিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি: আয়মান সাদিক

আয়মান সাদিক
আয়মান সাদিক  © সংগৃহীত

এক দফার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটছে। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ।

এ অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন টেন মিনিট স্কুলের কর্ণধার আয়মান সাদিক। সোমবার (৫ আগস্ট) রাতে ফেসবুকে তিনি লিখেছেন, সবাইকে অনুরোধ করছি, উদযাপন করতে গিয়ে আমরা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি। 

তিনি আরো লিখেছেন, বেআইনি কোনো কাজ করে বিশৃঙ্খলার সৃষ্টি না করি। কোনো ধরনের লুটপাট, ভাঙচুর হতে না দিই। কোনো উদ্ধত আচরণ না করি। এতে ক্ষতিটা আমাদেরই। নতুন দেশ আমরা যত্নে গড়ব। সংঘাত আর প্রতিহিংসা দিয়ে না।


সর্বশেষ সংবাদ