রাতে ১০ অঞ্চলে তীব্র ঝড়ের আভাস

মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে দেশের ১০টি অঞ্চলে তীব্র ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকেও সর্তক সংকেত দেখানোর নির্দেশও দেওয়া হয়।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের শঙ্কা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
 
এছাড়াও দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।


সর্বশেষ সংবাদ