শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে শিক্ষা ব্যবস্থাকে সরকার ঢেলে সাজিয়েছে: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  © সংগৃহীত

শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে অবকাঠামো উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সন্নিবেশে শিক্ষা ব্যবস্থাকে সরকার ঢেলে সাজিয়েছে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার (২৮ জুন) সকালে মায়াকে শুভেচ্ছা জানায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটি। উপজেলার মোহনপুরস্থ তার বাসভবনে শুভেচ্ছা জানানোর পর সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।’

শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষ্ম দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান, বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শিল্পপতি মোহাম্মদ গোলাম রাব্বানী পাপ্পু, প্রধান শিক্ষক দলিল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।


সর্বশেষ সংবাদ