৩২ বছর বয়সে ৪২ কোটি টাকার মালিক, ধনাঢ্যদেরও হার মানায় ইপ্সিতার জীবনযাপন

ফারজানা রহমান ইপ্সিতা
ফারজানা রহমান ইপ্সিতা  © সংগৃহীত

ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের পরিচয় প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল আলোচনা। এরপর একে একে বের হতে থাকে মতিউরের দুর্নীতির মাধ্যমে উপার্জন করা কোটি কোটি টাকার সম্পদ। শুধু মতিউর না তার দুই স্ত্রী এবং সন্তানদের নামে বেনামে থাকা সম্পদের তথ্যও প্রকাশ্যে আসতে শুরু করেছে। মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকীর মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা সম্পদের তথ্য এবার ফাঁস হয়েছে।

ফারজানা রহমান ইপ্সিতা নিজের পরিচয় দেন মেকআপ আর্টিস্ট হিসেবে। আয় বলতে এতটুকুই। বৈধ পথে বিদেশে টাকা নেওয়ার কোনো তথ্যও নেই। অথচ বিদেশের মাটিতে তার চালচলন জীবনযাপন ধনাঢ্য ব্যক্তিদেরও হার মানায়। ৩২ বছর বয়সী ইস্পিতা। মতিউরের প্রথম স্ত্রীর বড় মেয়ে। নেট দুনিয়া এরই মধ্যে বিস্মিত হয়েছে তাঁর কানাডার গাড়ি বাড়ির ছবি দেখে। তবে দেশের সম্পদের তথ্য আরও অবাক করার মতো।

জানা গেছে, আয়কর নথিতে ৫ কোম্পানিতে প্রায় সাত কোটি টাকা বিনিয়োগের তথ্য আছে। নরসিংদী, গাজীপুর, ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন প্রায় ১৩ কোটি টাকা। ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, নিজের কোম্পানিকে ঋণ, ভাইকে দেওয়া ধার বাবদ ইপ্সিতার সম্পদ ২২ কোটি টাকা। অলংকার, ফার্নিচার ও নগদ মিলিয়ে আছে সোয়া ২ কোটি টাকা। অন্যদিকে ব্যাংকে ঋণ দুই কোটি। সে হিসেবে সম্পদ ৪২ কোটি টাকার।

নরসিংদীতে হেবা সূত্রে দেড় একর জমির মালিক ইপ্সিতা। আয়কর নথিতে এই জমির বর্ণনা থাকলেও, দাম উল্লেখ নেই। রাজধানীর বসুন্ধরায় ৩০-৪০ কোটি দামের ৭তলা বাড়িসহ পাঁচ কাঠা জমির দাম দেখিয়েছেন মোটে পাঁচ কোটি টাকা। নীলক্ষেতে পার্কিংসহ দেড় হাজার স্কয়ার ফিট ফ্ল্যাটের দাম ধরেছেন মাত্র ৬০ লাখ টাকা।

May be an image of 1 person and car

ইপ্সিতার মা লাকির আয়কর নথিতে সম্পদ আছে ১২ কোটি টাকার। বিপরীতে ব্যাংক ঋণ দুই কোটি টাকা। কোটি টাকার পাজেরোয় চড়লেও নথিতে লাকির নিজস্ব গাড়ির কোনো তথ্য নেই। তবে গাড়ি বিপরীতে পৌনে তিন লাখ টাকার সম্পদমূল্য দেখিয়েছেন। গ্রামে এমন প্রাসাদসম অট্টালিকা থাকলেও আসবাবপত্রের দাম মাত্র ৭৫ হাজার টাকা।

মিরপুরে একই ভবনে চারটি ফ্ল্যাটের মালিক। আবার মেয়ে ইপ্সিতার মাকে দিয়েছেন কোটি টাকা উপহার। আয়কর নিবন্ধন নম্বর টিআইএন নিতেও চালাকি করেছেন লাকি। টিনে ভুয়া ঠিকানা দিয়েছেন শিক্ষিকা থেকে রাজনীতিক বনে যাওয়া এই নারী।


সর্বশেষ সংবাদ