ভুয়া ‘সৈনিক’ পরিচয়ে একাধিক বিয়ে, শ্বশুর বাড়িতে শিকলবন্দী জামাই

শ্বশুর বাড়িতে শিকলবন্দী অবস্থায় শিপন
শ্বশুর বাড়িতে শিকলবন্দী অবস্থায় শিপন  © সংগৃহীত

জামালপুরে ভুয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে করে অবশেষে ধরা পড়েছেন এক যুবক। শিপন নামের এই ব্যক্তি নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর সৈনিক হিসেবে। এছাড়া তার বিরুদ্ধে বিয়ে করে যৌতুক নেয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে ৩ লাখ টাকা যৌতুক নিয়ে ইসলামপুর উপজেলার বলিদা পাড়া গ্রামের জমির উদ্দিন পাখীর মেয়েকে বিয়ে করেন শিপন। এর ৮ মাস আগে একই উপজেলার সভুকুড়া গ্রামের দেলোয়ারের মেয়েকে বিয়ে করেন তিনি। পরে মেয়ের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা যৌতুক নেন।

শুক্রবার (২১ ‍জুন) ভুয়া সৈনিক পরিচয়ে শিপনের একাধিক বিয়ের খবর দ্বিতীয় স্ত্রীর পরিবার জানতে পারে। পরদিন শনিবার কৌশলে শিপনকে বাড়িতে ডেকে আনা হয়। এরপর তাকে শিকলে বেঁধে রাখা হয়। শিপন দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামের মোন্নাফ আলীর ছেলে।

জানা যায়, শিপন ফেসবুকে নিজেকে সেনাবাহিনীর সৈনিক পরিচয় দেন। এছাড়া সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি শেয়ার করেন। এতে সাধারণ মানুষ তাকে সৈনিক হিসেবে বিশ্বাস করেন।

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, এক স্ত্রী তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আরেক স্ত্রী আমার বাড়িতে আছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ