রাবির ২৪-২৫ অর্থ বছরের বাজেট ৫১৮ কোটি টাকা, সর্বাধিক গবেষণায়
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ০২ জুলাই ২০২৪, ০৫:৪১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ৫১৮ কোটি ৯৫ লক্ষ টাকা পাস হয়েছে। রবিবার (৩০ জুন) সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩২তম সভায় এই বাজেট অনুমোদন করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সভাপতিত্ব করেন।
২০২৪-২০২৫ অর্থ বছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ১৪ কোটি ২ লক্ষ, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লক্ষ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লক্ষ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লক্ষ, বেতন ও ভাতাদি খাতে ৩০০ কোটি ৮৯ লক্ষ, পেনশন বাবদ ৯২ কোটি ৮৫ লক্ষ ও অন্যান্য বরাদ্দ ৩ কোটি ৭ লক্ষ টাকা। এবার গবেষণা খাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়েছে।