আ.লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:৪৭ AM , আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৮:০৯ AM

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৪ মার্চ) রাত দেড়টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসে লিখেছেন, যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে।
ওই পোস্টের মন্তব্যে মো. আক্তার হোসেন নামের একজন লিখেছেন, ছাত্র-জনতা আবারও মাঠে নামতে হবে ইনশাআল্লাহ,আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের কোন ঠাঁই নেই।
আরেকজন মন্তব্যে লিখেছেন, যারা ষড়যন্ত্র করবে তাদেরকেও ওপারে পাঠানোর জন্য ছাত্র-জনতা প্রস্তুত।