প্রেমিককে বাসায় ডেকে পুলিশে দিলেন প্রেমিকার বাবা

  © ফাইল ছবি

বগুড়ায় মেয়েকে বিয়ে দেয়ার কথা বলে বাসায় ডেকে মাহবুব নামে এক যুবককে পুলিশে দিয়েছে প্রেমিকার বাবা। পরে থানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। শনিবার (১৫ জুন) সকালে থানায় বসে আত্মহত্যার চেষ্টা করে সে।

জানা গেছে, ওই যুবকের নাম মাহাবুব হোসেন। পেশায় দিনমজুর মাহবুব শিবগঞ্জের নাটিমরিচাই গ্রামের আবু সালেহের ছেলে।

মাহবুবের স্বজনরা অভিযোগ করেন, প্রায় ৪ বছর ধরে পাশের গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাহবুবের। শুক্রবার বিকেলে প্রেমিকার বাবা মাহবুবকে ফোন করে বিয়ের কথাবার্তা বলার জন্য তাদের বাসায় ডাকেন। সেখানে কথাবার্তায় বনিবনা না হলে তাদের মেয়েকে উত্যক্তের অভিযোগ করে মাহবুবকে থানা পুলিশের হাতে ধরিয়ে দেন। মাহবুবের নামে থানায় কোনো অভিযোগ না থাকায় স্বজনরা ভেবেছিলেন সকালে তাকে ছাড়িয়ে আনবেন। সকালে থানায় গিয়ে তারা জানতে পারেন মাহবুব আত্মহত্যার চেষ্টা করেছিল। তাই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ। তিনি জানান,  বেলা ১১টার দিকে মাহাবুব নিজের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ সিসিটিভি দেখে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 


সর্বশেষ সংবাদ