জিআই স্বীকৃতি ১৪ পণ্যের, টাঙ্গাইল শাড়ির সনদ পেতে ভারতে হচ্ছে মামলা

  © সংগৃহীত

বাংলাদেশের ১৪ টি পণ্য নতুন করে জিআই সনদ পেয়েছে। ফলে এখন জিআই সনদ পাওয়া পণ্যের সংখ্যা হলো ৩১টি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিসেস একাডেমিতে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে জিআই সনদ দেওয়া হয়।

এই জিআই সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি। এ সময় টাঙ্গাইল শাড়ির জিআই সনদ পেতে ভারতের আদালতে মামলা করা হবে বলে জানানো হয়।

ডিপিডিটি'র কর্মকর্তারা জানান, ভারতের হাইকোর্টে টাঙ্গাইল জেলা প্রশাসক বাদী হয়ে মামলা দায়ের করবেন। এজন্য ম্যাশন এন্ড এসোসিয়েট নামের একটি ল-ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলা করতে সাহায্য করছে শিল্প ও পররাষ্ট্রমন্ত্রণালয় এবং দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন।

জিআই সদন বিতরণ সংক্রান্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সিনিয়র শিল্প সচিব জাকিয়া সুলতানা, ডিপিডিটির মহাপরিচালক মুনিম হাসান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ