আজ থেকে স্বাভাবিক গতি ফিরছে অফিস-আদালতে

পাঁচ দিনের ছুটি শেষে আজ স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরছে অফিস-আদালত
পাঁচ দিনের ছুটি শেষে আজ স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরছে অফিস-আদালত  © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সব ধরনের প্রতিষ্ঠান। ঈদ ও বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয় ১০ এপ্রিল। আর শেষ হয়েছে রোববার (১৪ এপ্রিল)। তবে অনেকেই ৮-৯ এপ্রিল ছুটি নিয়ে ছুটি কাটিয়েছেন ১০ দিন। 

রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ৯ এপ্রিল। তবে এবার সংবাদপত্রে ছুটি ছিল ছয়দিন। নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। এ কারণে ১০ থেকে ১৫ এপ্রিল সংবাদপত্র প্রকাশিত হয়নি। তবে বিশেষ ব্যবস্থাপনায় অনলাইন ও টেলিভিশন চালু ছিল। 

আরো পড়ুন: টানা পাঁচদিন বন্ধের পর আজ খুলছে ব্যাংক, চালু হবে লেনদেন

এর আগেই টানা ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। গাবতলি, গুলিস্তান, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মানুষের ভিড় দেখা যায়। যাওয়া ও আসার পথে ঝামেলা পোহাতে হয়েছে কম। নগরও তুলনামূলক ফাঁকা। তাই স্বস্তি নিয়ে কাজে যোগ দিতে পারছেন মানুষ।


সর্বশেষ সংবাদ