দুই বন্ধু প্রতীম দেশের সম্পর্ক আরও সুসংহত হবে: ডেনমার্কের রাষ্ট্রদূত

  © সংগৃহীত

বাংলাদেশ ও ডেনমার্ক দুই বন্ধু প্রতীম দেশের মধ্যে সম্পর্ক আরও সুসংহত করতে ডেনমার্ক অ্যালামনাই নেটওয়ার্ক, বাংলাদেশের (ড্যানবি) ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে ডেনমার্ক দূতাবাসে ডেনমার্ক অ্যালামনাই নেটওয়ার্ক, বাংলাদেশের (ড্যানবি) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, সংগঠনটি বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও গবেষণাধর্মী কাজ করতে পারে। যেকোনো মহৎ উদ্যোগে ডেনমার্ক দূতাবাস সহযোগিতা করবে। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ড্যানবি সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইমরানুল হক, কোষাধ্যক্ষ আমরিন তালুকদার, দীন মোহাম্মদ, সাংবাদিক এম মামুন হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ