বেইলি রোডে আগুন: ভবন মালিকের ম্যানেজার গ্রেপ্তার

  © ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লাগার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত ব্যক্তি ভবন মালিকের ম্যানেজার হামিমুল হক বিপুল। এর আগে ‘ভবনের নিচতলার চুমুক রেস্টুরেন্টের (ছোট রেস্টুরেন্ট) দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.আক্তারুল ইসলাম।

তিনি বলেন, বেইলি রোডে আগুনের ঘটনায় ভবন মালিকের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করে। মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।


সর্বশেষ সংবাদ