রিল ড্রাগের মতো, এক ক্লিকে কেটে যাবে কয়েক ঘণ্টা: তসলিমা

তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন  © সংগৃহীত

বর্তমানে ফেসবুকে জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে রিলস। রিলস হচ্ছে ছোট ছোট ভিডিওর একটি ফরম্যাট। এই রিলসের মাধ্যমে একজন কনটেন্ট নির্মাতা টাকা আয় করতে পারবেন। শুধু ফেসবুক নয় বর্তমানে ইনস্টাগ্রাম ও ইউটিউবে এই রিলস ফরম্যাটটি অনেক জনপ্রিয়। রিলস ব্যবহার করে কনটেন্ট নির্মাতারা তাদের দর্শকদের কাছে খুব দ্রুত বার্তা বা কনটেন্ট পৌঁছে দিতে পারছেন। 

শুধু বিদ্যমান ফলোয়ারদের সঙ্গেই নয়, নতুন নতুন মানুষের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্যও রিলস অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হয়ে উঠেছে। তবে আমাদের মূল্যবান সময়ও নষ্ট করছে এই রিল ভিডিও। এটাকে অনেকটা ড্রাগের সঙ্গে তুলনা করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এই রিলস নিয়ে নিজের আক্ষেপ প্রকাশ করলেন তিনি। 

সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তসলিমা বললেন, ‘যাদের কাজকর্ম নেই, সময়ের দাম নেই, যারা ‌টাইম পাস করার জন্য টাইম খোঁজে, রিল তাদের জন্য ঠিক আছে।’

একই পোস্টে তিনি আরও বলেন, ‘রিল জিনিসটা খুব খারাপ। একটা রিলে ক্লিক পড়ল তো ব্যস, কয়েক ঘণ্টা কেটে যাবে একের পর এক রিল দেখতে দেখতে। এ অনেকটা ড্রাগের মতো, একবার নিলে বারবার নিতে হয়। রক্ত যেমন ড্রাগকে ডাকে, রক্ত রিলকেও ডাকে।’

তবে সৃষ্টিশীল মানুষরা যদি রিলের এই আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে না পারেন, তবে সৃষ্টিশীলতা গোল্লায় যাবে বলে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘রিল ক্রিয়েটিভ মানুষের জন্য নয়।’


সর্বশেষ সংবাদ