মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে বিজিপির ১১৩ সদস্য

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা বিজিপির কয়েকজন সদস্য
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা বিজিপির কয়েকজন সদস্য  © সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এ পরিস্থিতিতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে তাদের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বিজিপির ১১৩ জন সদস্য এসেছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, বিজিপি সদস্যদের নিরস্ত্রীকরণ করে নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ব্রিটেনের রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত

এরইমধ্যে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে এক বাংলাদেশি নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের মধ্যে অনেক পরিবার রাখাইন ছাড়ছে। সীমান্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে গেছে বাংলাদেশের অনেক পরিবার।

গণমাধ্যমের খবর বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেক এলাকা দখল করেছে আরাকান আর্মি। তারা নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিপির ফাঁড়ি দখলে নিয়েছেন। তুমব্রু সীমান্তের ওপারে বিজিপির 'রাইট ক্যাম্প' দখলের চেষ্টা করছে বিদ্রোহীরা।


সর্বশেষ সংবাদ