শুভেচ্ছা জানাতে মানুষের ভিড়ে প্রতিবেশীদের ভোগান্তি, যে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শুভেচ্ছা জানাতে বাসায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে। মানুষের ভিড়ের কারণে প্রতিবেশীদের সমস্যা হওয়ায় এ অনুরোধ জানিয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শনিবার (১৩ জানুয়ারি) রাতে শিক্ষামন্ত্রীর পক্ষে ফেসবুক পোস্টে জরুরি এ বার্তা দিয়েছেন।

পোস্টে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রাইভেট বাসায় থাকেন। ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য বিপুলসংখ্যক ব্যক্তি তার বাসায় ভিড় করছেন। এতে করে মন্ত্রীর প্রতিবেশীদের ব্যক্তিগত জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।

আরো পড়ুন: প্রাথমিকে ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

বার্তায় শুভেচ্ছা জানানোর জন্য মন্ত্রী মহোদয়ের প্রাইভেট বাসায় ভিড় না করে তার সরকারি অফিসে যোগাযোগ করতে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের বিনীতভাবে অনুরোধ করেছেন। তিনি ফুল নিয়ে আসতেও নিরুৎসাহিত করেছেন। পরবর্তীতে মন্ত্রী যখন সরকারি বাসায় উঠবেন, তখন সেখানে সর্বসাধারণের সাথে সাক্ষাৎ করবেন।


সর্বশেষ সংবাদ