রাজধানীর ক্যান্টনমেন্টে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন

দুর্ঘটনা কবলিত ট্রেন
দুর্ঘটনা কবলিত ট্রেন  © সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস নামক একটি ট্রেনে  ইঞ্জিনের ত্রুটিগত কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর জানা যায়নি।

ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়েছিল। ধোঁয়ায় আস্তে আস্তে ওই চটের বস্তা হিট হয়ে আগুন লেগে যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নেভায়। পরবর্তীতে ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইলেন্স্যারের পাইপ থেকে নির্গত ধোঁয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে।


সর্বশেষ সংবাদ