তেজগাঁওয়ে ট্রেনে আগুন: ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ AM
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই ট্রেনের যাত্রী ছিলেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় ঢাকা থেকে ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পুড়ে যাওয়া ট্রেনটিকে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে আনা হচ্ছে।
জানা যায়, মঙ্গলবার ভোর ৫ টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আজ ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সেপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপন করে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।