৭টির বেশি আসন শরিকদের ছাড় দেওয়া সম্ভব না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  © সংগৃহীত

সাতটির বেশি আসন জোটের শরিকদের জন্য  ছাড় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে শরিকদের অসন্তোষ সম্পর্কে প্রশ্ন করলে জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শরিক দলের যত নেতা আছেন, তাঁদের সবার এবার নির্বাচন করার সুযোগ আছে। তাঁরা যার যার প্রতীক নিয়ে নির্বাচন অংশ নিতে পারবেন। কারও ব্যাপারে কোনো বাধা নেই। জাতীয় পার্টি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। ১৪ দলের কাউকে কাউকে নৌকা মার্কা দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমি ১৪ দলের সমন্বয়ককে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। নির্বাচন তারা সবাই করুক, তাদের দলের প্রতীক নিয়ে। সাতটা নির্বাচন এলাকায় আমরা নৌকা ছাড় দিতে পারব।’

১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু আরও কিছু আসনে ছাড় চাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'শুনেন, আরও অনেক শরিক দল আছে। তাদেরকে তো বোঝাতে হবে। কিন্তু যা হওয়ার হয়েছে। এর বাইরে আমাদের পক্ষে সম্ভব না।'

শরিকদের স্বতন্ত্র প্রার্থী তুলে নেয়ার দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'নির্বাচন তো হবে প্রতিদ্বন্দ্বিতামূলক, আমরা আমাদের দলীয় প্রার্থী যেখানে আছে, সেখানে স্বতন্ত্রের সঙ্গে কম্প্রোমাইজ করে ইলেকশন করবে না, স্বতন্ত্র যদি জিতে জিতবে, আমরা জোর করে কারো বিজয় ছিনিয়ে আনব না।'

শরিকরা নিশ্চিত বিজয়ের গ্যারান্টি চায় কিনা প্রশ্নে তিনি বলেন, 'আমরা কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারব না। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমারও জেতার গ্যারান্টি নেই। আমার সঙ্গে চারজন প্রতিদ্বন্দ্বী আছে। এখন কেউ যদি জিতে যায়, তাহলে তো আমাকেও হার মানতে হবে। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা যেটা আছে, সেটা আমরা মেনে নিয়েছি।'

এর আগে বিএনপির নেতা মঈন খান মন্তব্য করেন ‘ভাগাভাগির নির্বাচন হচ্ছে’ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মঈন খান বলছেন ভাগাভাগির নির্বাচন। কীসের ভাগাভাগি, বানরের পিঠা ভাগাভাগি নাকি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেকোনো মূল্যে এই নির্বাচনকে আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে একটা রেকর্ড আমরা রাখতে চাই।


সর্বশেষ সংবাদ