মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করতে শাহবাগে দাড়াতে পারেনি ‘মায়ের ডাক’

‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বানে আয়োজিত সমাবেশ
‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বানে আয়োজিত সমাবেশ  © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধায় মানবপ্রাচীর কর্মসূচি পালন করতে পারেনি বলে জানিয়েছেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’। কর্মসূচীতে উপস্থিত বক্তারা বলেন, আজ যেভাবে গুম হত্যা হচ্ছে, আজ যেভাবে শাহবাগে পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়েছে সেটা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। 

আজ শনিবার দুপুর বারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাক কর্তৃক আয়োজিত হয় বর্তমান সরকারের গুম হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সমাবেশটি শাহবাগে সকাল এগারোটায় হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় সম্ভব হয়নি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, এই সরকারের আমলে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হচ্ছে। আজ যেভাবে গুম হত্যা হচ্ছে, আজ যেভাবে শাহবাগে পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়েছে সেটা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। সরকার এতটাই জনবিচ্ছিন্ন, সরকার এতটাই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে মায়ের ডাকের মতো একটা অরাজনৈতিক সংগঠনকেও তারা শাহবাগে আন্দোলন করতে দেয়নি। আমরা সরকারের এধরণের আচরণের তীব্র নিন্দা জানাই। সারা দুনিয়ার মধ্যে এখন আরেকটা মানবিক বিপর্যয় চলছে এখন বাংলাদেশে। বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য মানুষকে গুম, হত্যা করছে। অসংখ্য মায়ের বুক খালি করছে। বাবাকে না পেয়ে ছেলেকে ধরছে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরছে।  শুধু মাত্র ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত বাইশ হাজারের বেশি বিএনপিসহ বিরোধী দলীয় নেতারা এখন জেলখানায়। 

সমাবেশে নাগরিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা মায়ের ডাকের পক্ষ থেকে গুম হত্যার প্রতিবাদে শাহবাগে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে অপমানজনক ভাবে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ যতই বলুক এবার কোনো নির্বাচন হচ্ছে না। যেটা হবে সেটা পাতানো নির্বাচন।  আওয়ামী লীগ নিজের দলের প্রার্থীদেরকে বলছে স্বতন্ত্র দাঁড়াও, ডামি প্রার্থী দাও এর থেকে পাতানো নির্বাচন আর হতে পারে না।

গণঅধিকার পরিষদের আহবায়ক নুরুল হক নুর বলেন, মায়ের ডাক সংগঠন তো সরকার পতনের আন্দোলন করতে যায়নি, গণভবন ঘেরাও কর্মসূচিও পালন করেনি তারা তাদের দুঃখের কথা নিয়ে শাহবাগ দাঁড়িয়েছিল কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। দেশে আবার বাকশাল প্রতিষ্ঠা করার লক্ষ্যে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের প্রয়োজনে ব্যবহার করছে শেখ হাসিনা। আজকে র‍্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে আন্তর্জাতিক পত্র পত্রিকায় উল্লেখ করা হয়। সোয়াটকে আর প্রশিক্ষণ দিবে না যুক্তরাষ্ট্র এগুলোর পেছনে দায়ী বর্তমান সরকার। 


সর্বশেষ সংবাদ