এবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে: শিক্ষামন্ত্রী

  © সংগৃহীত

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আমি গত ১৫ বছর ধরে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমার আসনে অনেক প্রার্থী আছে, আশা করি ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আবারও আমাকে সেবা করার সুযোগ দেবেন এটিই আমার প্রত্যাশা। সবচেয়ে বড় বিষয় একটি ভালো নির্বাচন হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসন থেকে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তার মধ্যে ৩২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আজ সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টার দিকে। মনোনয়নপত্র বাছাই ঘোষণা করেন চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।


সর্বশেষ সংবাদ