দেশের চলমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন  © ফাইল ছবি

দেশের চলমান পরিস্থিতি ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরকে ব্রিফ করবে সরকার। আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি জানাবেন।

ব্রিফিংয়ে মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত থাকবেন বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনীতিকসহ জাতিসংঘের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে রোববার রাতে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

আরো পড়ুন: কিছু শিক্ষক নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন: শিক্ষামন্ত্রী

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৮ অক্টোবর যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে। মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ জানানো হবে।


সর্বশেষ সংবাদ