শিক্ষকদের আত্তীকরণের কাজ শেষ হতে আরো সময় লাগবে

মো. মাহবুব হোসেন
মো. মাহবুব হোসেন  © ফাইল ফটো

নতুন সরকারি কলেজের শিক্ষক কর্মচারীদের আত্তীকরণের কাজ শেষ হতে আরো কিছুটা সময় লাগবে। কেননা প্রতিটি কলেজের শিক্ষক-কর্মচারীর নামে বড় বড় নথি তৈরি হয়। সেই নথিগুলো পড়ে, যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দিতে একটু সময় লাগে। 

সম্প্রতি নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে আয়োজিত সচিব সভায় সরকারি হওয়া কলেজগুলোর পদ সৃজন করা হয়। পরবর্তীতে শিক্ষক-কর্মচারীর আত্তীকরণ হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ হয়নি।

এ প্রসঙ্গে মন্ত্রীপরিষদ সচিব বলেন, শিক্ষক-কর্মচারীদের নথিপত্র যাচাই করতে যেমন সময় লাগে তেমনি সভার সিদ্ধান্ত লিখতেও সময় লাগে। কত দিনের মধ্যে তাদের আত্তীকরণ হবে সেটি বলা যাচ্ছে না। তবে দ্রুতই হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যেসব উপজেলায় একটিও সরকারি কলেজ নেই সেসব উপজেলায় একটি করে ৩০৪টি কলেজকে সরকারি ঘোষণা করেন। এর মধ্যে ১৩৩টি কলেজের পদ সৃজন হয়ে শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের কাজ শেষের পথে। সচিব সভায় সিদ্ধান্ত না হওয়ায় বাকি কলেজগুলোর পদ এখনো সৃজন হয়নি। 


সর্বশেষ সংবাদ