স্ত্রীকে বিদায় দিয়ে ফেরার পথে প্রাণ গেল বিসিএস ক্যাডারের

হিল্লোল দে
হিল্লোল দে  © সংগৃহীত

ভোলার লালমোহনে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হিল্লোল দে (৩০) নামে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হিল্লোল দে ৪২তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনি ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফলেও উত্তীর্ণ হয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য ভোলা থেকে লঞ্চে উঠিয়ে দেন হিল্লোল দে। লঞ্চে তুলে দিয়ে স্ত্রীকে বিদায় জানিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। ফেরার পথে লালমোহনের কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাকলাইয়ের দোকান ফরাজি বাজার এলাকায় পৌঁছালে তাকে সামনে থেকে একটি দ্রুত গতির মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, আমরা ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ