গাবতলী থেকে আমান উল্লাহ আমানকে তুলে নিয়ে গেছে পুলিশ

বিএনপি নেতা আমান উল্লাহ আমান
বিএনপি নেতা আমান উল্লাহ আমান  © সংগৃহীত

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে তুলে নিয়ে গেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গাবতলী থেকে তাকে পুলিশের জিপে করে নিয়ে যাওয়া হয়। এছাড়াও পুলিশ সেখানে থাকা বিএনপির অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে বলে জানিয়ে দলটির নেতাকর্মীরা।

জানা যায়, সকাল থেকে গাবতলীতে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি চলছিল আওয়ামী লীগ ও বিএনপির। এ সময় দুই দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী ধাক্কাধাক্কি হয়। এর একপর্যায়ে বিএনপি নেতা আমান উল্লাহ আমান জ্ঞান হারিয় রাস্তায় পড়ে যান। পরে পুলিশ সেখান থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

অন্যদিকে ধোলাইখাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে। পুলিশ। এছাড়াও এদিন সেখানে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
 
উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ