২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

বিএনপি ও ডিএমপির লোগো
বিএনপি ও ডিএমপির লোগো  © ফাইল ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে বুধবার (১২ জুলাই) সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তবে এক্ষেত্রে ২৩টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে লেখা এক চিঠিতে অনুমোদন দেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা চিঠিতে সই করেছেন।

ডিএমপির শর্তে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১২ জুলাই দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো।


সর্বশেষ সংবাদ