শুদ্ধাচার পুরস্কার পেলেন মাউশি মহাপরিচালক নেহাল আহমেদ

নেহাল আহমেদ
নেহাল আহমেদ  © সংগৃহীত

২০২২-২৩ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

রোববার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়

পুরস্কারের অংশ হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ পাবেন তিনি।

আরও পড়ুন: মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মচারীরা

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর আওতাধীন সংস্থায় শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব নূর ই আলম, উন্নয়ন অনুবিভাগের মোহাম্মদ রুবায়েত হোসাইন এবং বার্ষিক কর্মসম্পাদন, সেবা উন্নয়ন ও উদ্ভাবন শাখার আকলিমা খাতুন।


সর্বশেষ সংবাদ