দশ বছর পর সিলেটে মেয়র পেল আওয়ামী লীগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৯:৪২ PM , আপডেট: ২১ জুন ২০২৩, ০৯:৪২ PM
দশ বছর পর সিলেটে দলীয় মেয়র পেলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (২১ জুন) রাতে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রার্থী লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল ৫০ হাজার ১৬১ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র শাহজাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮ এবং হাতপাখা প্রতীকের মাহমুদুল হাসান ১২ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন।
২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এ নিয়ে পাঁচবার নির্বাচন হয়েছে। ২০০৩ সালে প্রথম নির্বাচনে মেয়র হন বদর উদ্দিন আহমদ কামরান। ২০০৮ সালে নির্বাচনে কারাগার থেকে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন তিনি। তাকে হারিয়ে ২০১৩ সালে মেয়র হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। এরপর ২০১৮ সালে আবারও মেয়র নির্বাচিত হন। এবার তফসিল ঘোষণার পর নির্বাচন না করার ঘোষণা দেন মেয়র আরিফুল হক।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোটগ্রহণ।
সিলেট সিটিতে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৬২৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন। নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন।
নির্বাচনে মেয়র পদে আটজন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯৪ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।