সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ‘শিশুবক্তা’

‘শিশু বক্তা’ হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী
‘শিশু বক্তা’ হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী  © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘শিশুবক্তা’ হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় ট্রাক্টর চাপায় মারা যান তিনি।

নিহত আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান সোমবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাতে উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলে নলডাঙ্গা ফেরার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ভাড়াবাসায় থাকতেন। 

ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ