০৩ জুন ২০২৩, ১৪:১৪
ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, সম্ভবত গোসল করার উদ্দেশ্যে ওই কিশোর লেকের পানিতে নেমেছিল। লেকের পাড়ে তার স্যান্ডেল এবং শার্ট পাওয়া গেছে।
এসময় তিনি আরও বলেন, আমরা এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সহযোগিতায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

বিরামপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২

হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফলাফলে সেরা দশের সাতজনই এক কলেজের

তারেক রহমানকে ‘অপছন্দকারী’ এরিশা পেলেন ছাত্রদলে পদ, ছবি আছে ওবায়দুল কাদেরের সঙ্গে
