ওয়ালটন কারখানায় ইফতার খাওয়ার পর ৩ শ্রমিকের মৃত্যু

ওয়ালটন কারখানায় ইফতার খাওয়ার পর ৩ শ্রমিকের মৃত্যু
ওয়ালটন কারখানায় ইফতার খাওয়ার পর ৩ শ্রমিকের মৃত্যু  © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ওয়ালটন কারখানায় নিজেদের বানানো ইফতার খেয়ে তিন শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আরও এক শ্রমিককে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রবিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১০টায় কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার তিন শ্রমিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে এ সময় পর্যন্ত মৃত শ্রমিকদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার জানান, রোববার সন্ধ্যায় ওয়ালটন কারখানার ভেতরে বানানো শরবত (স্যালাইন) ও ইফতার খাওয়ার পর তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মরদেহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে।

তিনি বলেন, একই হাসপাতালের আইসিইউতে আরও একজন শ্রমিককে ভর্তি করা হয়েছে। এখনো কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেনি। ফলে শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হুমায়ূন কবির বলেন, ‘আমরা প্রতিদিন সব কর্মীকে ইফতার সরবরাহ করি। কয়েকজন ইফতার করার পর বাইরে থেকে এক ধরনের কোমল পানীয় কিনে খায়। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের আমাদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।’ 

হুমায়ূন কবির আরও বলেন, ‘ওই কর্মীরা বাইরে থেকে কেনা কী খেয়েছেন সেটির নমুনা আমরা সংগ্রহ করেছি। এই ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’


সর্বশেষ সংবাদ