শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবি নির্বাচনী ইশতেহারে থাকবে: জাপা চেয়ারম্যান

বক্তব্য রাখছেন জিএম কাদের
বক্তব্য রাখছেন জিএম কাদের  © সংগৃহীত

আমাদের নির্বাচনী ইশতেহারে শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের বিষয়টি থাকবে জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান  জি এম কাদের বলেছেন, এ দাবি জাতীয় সংসদে তুলে ধরা হবে। ক্ষমতায় গেলে সরকারিকরণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ফল যেটা আসবে সেটা জানিয়ে দেব।

বুধবার (৫ এপ্রিল)  এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান  সরকারিকরণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, সরকার এই দাবি যৌক্তিক মনে না করলে তা আপনাদের জানানোর দরকার ছিল। শিক্ষকদের সম্মান দেয়া সমাজের দায়িত্ব। তারা বউ ছেলেপেলে নিয়ে সমাজের সম্মানের সাথে বেঁচে থাকবেন, এইটুকু দাবি তারা করতেই পারেন।

তিনি আরো বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জাতীয় সংসদে আপনাদের দাবি তুলে ধরা হবে। নির্বাচনী ইশতেহারে আপনাদের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষার পর যদি আমরা সঠিক পাই তাহলে এটি আমরা বাস্তবায়ন করবো।

প্রসঙ্গত, গত ৪১ দিন ধরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে সকাল সন্ধ্যা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সরকারি কোষাগারে জমা দিয়ে দাবি বাস্তবায়নের আহবান আন্দোলনরতদের।


সর্বশেষ সংবাদ