মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহাখালীর সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে
মহাখালীর সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে  © সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। এখন উদ্ধারকাজ চলছে। 

এর আগে সোমবার (২৭ মার্চ) সকালে সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটে মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়।  মোট ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

আরও পড়ুন: এক ফ্রেমে ২০ যমজ ভাইবোন, সবাই এক স্কুলের শিক্ষার্থী

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি। আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।


সর্বশেষ সংবাদ