পাবনায় নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী তুলির

তুলি রানী সাহা
তুলি রানী সাহা  © সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের ১৫ দিনের মধ্যেও সন্ধান পাওয়া যায়নি কাশিনাথপুর অরবিট প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের শিক্ষাথী তুলি রানী সাহার (১২)। গত ১৭ অক্টোবর থেকে নিখোঁজ সে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর স্কুলে যায় তুলি। কিন্তু দুপুরে স্কুল ছুটি হলে সে বাইরে বের হলেও বাড়ি ফেরেনি।

পরে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও না পেয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ করেন স্বজনরা। এছাড়া পরিবারের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: ৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন।

তুলির বাবা উদয় কুমার সাহা বলেন, আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। নিখোঁজের পর থেকে এ পর্যন্ত কেউ আমার মেয়ের সন্ধান দিতে পারেনি। এমনকি কেউ যোগাযোগ করেনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ওই স্কুলছাত্রী তার মা ও বোনের মোবাইল ব্যবহার করে কথা বলতো। সেই সূত্র ধরেও আমরা কোন সন্ধান পায়নি। নিজস্ব ফোন না থাকলেও তার একটি সিম ছিল। যার নম্বরটি কেউ বলতে পারছে না। সিমের নম্বর পেলে বিষয়টি সহজ হতো।

তিনি আরও জানান,বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজে তার কোন ছবি পাওয়া যায়নি। তবে আমাদের উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ